দ্বিতীয় বিশ্বযুদ্ধ (সংক্ষিপ্ত ইতিহাস)
দ্বিতীয় বিশ্বযুদ্ধ (সংক্ষিপ্ত ইতিহাস)
984-804-026-0
জানুয়ারী ২০০৪
৩৯২
বাংলা
ঐশী পাবলিকেশন্স
১৯১৪-১৯১৮ খ্রিস্টাব্দ পর্যন্ত চললো প্রথম বিশ্বযুদ্ধ। যুদ্ধের ভয়াবহতা দেখে যখন সবাই শান্তির জন্য একত্র হচ্ছিলো, তখন আড়াই যুগ পরে যুদ্ধের দামামা বাজালেন হিটলার। দরিদ্র হিটলারের ভালো শিল্পী হবার সম্ভাবনা ছিল। কিন্তু তৎকালীন সামাজিক প্রেক্ষাপট সেরকমটা হতে দিচ্ছিলো না। গরিব ক্রমশই গরিব হচ্ছে, আর ধনী হচ্ছে ধনী। তাই দরিদ্র হিটলার তৎকালীন জার্মান হর্তাকর্তাদের (যাদের বেশিরভাগই ছিলেন ইহুদী) উপর চড়াও হলেন। হিটলার, ইহুদীদের বিরুদ্ধে ক্ষেপিয়ে তুললেন জার্মানদের, গঠন করলেন জার্মান সোস্যালিস্ট পার্টি, যা পরে নাৎসি পার্টি হয়। দেশ জয় করে জার্মান ছাড়িয়ে বিশ্বের দিকে পড়লো তার নজর। তার সঙ্গী হোন ইতালির শাসক মুসোলিনি আর তৎকালীন জাপান সম্রাট। ১৯৩৯ খ্রিস্টাব্দে বেঁধে গেলো যুদ্ধ। পাঁচ পর্বের এই যুদ্ধে সবচেয়ে বড় ভূমিকা ছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়নের। জাপান-জার্মান-ইতালী চক্রের মহাপতন আর এশিয়ার জাতিসমূহের মুক্তির অগ্রনায়ক সোভিয়েত ইউনিয়নের সাহসী ভূমিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম প্রসঙ্গ। এই বই সেই আদলেই ইতিহাস সংকলনের একটি প্রয়াস।
বইটি প্রথমে রাশিয়ার প্রগতি প্রকাশন থেকে প্রকাশিত হলেও ঐশী পাবলিকেশন্স তা প্রবহমান রাখতে পুণর্মুদ্রণ করেছে।