Skip to content

বইয়ের তাকিয়া কেমন হওয়া উচিত

গ্রন্থাগার কিংবা নিজের ঘরের বইয়ের ভাগাড়, যেখানকার কথাই বলি না কেন, মানুষের যেমন থাকার একটা জায়গা লাগে, বইয়েরও তেমনি যুৎসই একটা বাসস্থানের দরকার। কেউ কার্টন বন্দি করে বই রাখেন, কেউ শোকেসে সাজিয়ে রাখেন, কেউবা পত্রিকার মাঝে ফেলে রাখেন, কেউবা মেঝেতে ছড়িয়ে রাখেন।

বইয়ের উন্মুক্ত তাকিয়া
বইয়ের উন্মুক্ত তাকিয়া

গ্রন্থাগারে বইয়ের পর বই থাকবে, থাকবে কোথায়? থাকবে বইয়ের তাকে। তাক থাকবে কোথায়? বইয়ের তাকিয়া বা শেল্‌ফ-এ (Book Shelf)।

বইয়ের তাকিয়া কেমন হবে?

খুব সহজ - খাড়া তক্তার মধ্যে আড়াআড়ি তক্তা বসিয়ে তৈরি করা তাক, তাতেই থাকবে বই। ব্যস।

না, আমাদের অভিজ্ঞতাবলে আমাদের পছন্দ, এরকম তাকিয়া খোলা থাকবে না। কাচ বা কাঠ বা কিছু দিয়ে বন্ধ করা জরুরি।

কারণ আর কিছু না, ধুলা। ধুলাবালি যেমন কম্পিউটার আর অন্যান্য ইলেক্ট্রনিক যন্ত্রের জন্য শত্রু, তেমনি শত্রু বইয়ের জন্য। তাই বইকে ধুলাবালিমুক্ত রাখতে বইয়ের তাকিয়া কাচ বা অন্য কিছু দিয়ে আবদ্ধ করে রাখা যথার্থ হবে।

উন্মুক্ত তাকিয়ার সুবিধা

  • হাতের কাছেই বই থাকে
  • সহজে বই রাখা এবং বের করা যায়
  • বইয়ে সবসময় বাতাস চলাচল করতে পারে, তাই আর্দ্রতা আর পোকার উপদ্রপ কম হয়

উন্মুক্ত তাকিয়ার অসুবিধা

  • বইয়ে ধুলা পড়ে
  • বই চুরি হবার সম্ভাবনা থাকে

কাচ লাগানোর প্রশ্নে খুব সহজ বুদ্ধি হলো ঠেলা কাচ, মানে কাচের স্লাইড। এবং, অধিকাংশ বইয়ের তাকিয়ায়ই এই ধরণের আবরণীর ব্যবস্থা হয় বলে দেখেছি আমরা।

আমাদের এ ধরণের আবরণীতে খানিকটা আপত্তি আছে। আমাদের অভিজ্ঞতা বলে, দুপাশের দুটুকরো কাচ যেখানটাতে এসে মিশেছে, সেই সংযোগস্থলটা খুবই বিরক্তিকর জায়গা। কেন বিরক্তিকর? কারণ ঠিক ওখানটাতে যে বইগুলো রাখা থাকে, সেগুলো বের করতে খুব কষ্ট হয়। যেকোনো এক পাশের কিছু বই বের করে নিয়ে তারপর সংযুক্ত অংশের বইগুলো বের করতে হয়। আর যাদের বইয়ের তাকিয়াতে বইয়ের সাথে বই ঠাসবুনন থাকে, তাদের কষ্টের তো সীমা নেই।

কাঁচ দিয়ে ঢাকার বইয়ের তাকিয়া
কাঁচ দিয়ে ঢাকার বইয়ের তাকিয়া

তাছাড়া, যে ঠেলাপথ দিয়ে আবরণীটা (কাচ, কাঠ কিংবা অন্য কিছু) চলাচল করে, সেই ঠেলাপথ বা ট্রেইলটা পরিষ্কার রাখাও কম ঝক্কির কাজ না। ধুলা জমে আটকে গেলে আবরণীটা ঠেলে সরাতে বেশ কষ্ট করতে হয়।

ঠেলা আবরণীর সুবিধা

  • চাইলেই বই চুরি রোধ করা যায়
  • বই ধুলামুক্ত থাকে
  • তাকিয়ার সামনে জায়গা কম হলেও চলে

ঠেলা আবরণীর অসুবিধা

  • একাধিক আবরণীর সংযোগস্থল থেকে বই বের করা কিংবা সেখানটাতে বই রাখা কষ্টসাধ্য ব্যাপার
  • ঠেলাপথ পরিষ্কার রাখাও মহাঝক্কির
  • তুলনামূলক আবদ্ধ হয় বলে বর্ষাকাল ও অন্যান্য স্যাঁতস্যাঁতে সময়ে তাকিয়া আর্দ্রতামুক্ত রাখার দরকার হয়
পাল্লা-দেয়া বইয়ের তাকিয়া
পাল্লা-দেয়া বইয়ের তাকিয়া

সেজন্য আমাদের পছন্দ, পাল্লা। একটি কিংবা দুটি পাল্লা টেনে খুলে বই রাখা আর বের করার পদ্ধতিটা আমাদের অভিজ্ঞতায় এপর্যন্ত সর্বোত্তম সমাধান। কারণ, এতে যেকোনো তাকের, যেকোনো অবস্থানের বই বের করা এমনকি রাখাও যায়। আবার তাক পরিষ্কার রাখাও খুব সহজ হয়।

পাল্লা আবরণীর সুবিধা

  • চাইলেই চুরি প্রতিরোধ করা যায়
  • বই ধুলামুক্ত থাকে
  • বই সহজে রাখা আর বের করা যায়

পাল্লা আবরণীর অসুবিধা

  • তাকিয়ার সামনে পাল্লা খোলার মতো যথেষ্ট জায়গা থাকা লাগে
  • আবদ্ধ হয় বলে বর্ষাকাল ও অন্যান্য স্যাঁতস্যাঁতে সময়ে তাকিয়া আর্দ্রতামুক্ত রাখাটা জরুরি হয়ে পড়ে

তবে তাকিয়া যেমনই হোক না কেন, বইয়ের যত্ন সব অবস্থায়ই জরুরি। তাক স্যাঁতস্যাঁতে হয়ে যাওয়া, আর্দ্র আবহাওয়ায় বইয়ে আর্দ্রতার প্রভাবে পোকার উপদ্রপ বেড়ে যাওয়া, কিংবা ইতোমধ্যে পোকাক্রান্ত বই থেকে পোকার বিস্তার হওয়া - এরকম যেকোনো সমস্যাই বইয়ের ক্ষেত্রে খুব মারাত্মক। তাই বই, তাকে থাক, কি মেঝেতে থাক, যত্নের কোনো বিকল্প নেই।


উৎস চিত্রণ