কৃতজ্ঞতা চিত্রণ
জ্ঞানসুধা গ্রন্থাগার আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছে এর দাতাদের এবং শুভানুধ্যায়ীদের, যাঁদের বিন্দু বিন্দু অবদানবিনা কখনও এই জ্ঞানের অমৃত ভাণ্ডার তৈরি করা সম্ভব হতো না। সময়ের আবর্তে আমরা বিভিন্ন সময় সহায়তা পেয়েছি আরো বহু ক্ষেত্র থেকে। যেমন: এই ওয়েব ডাটাবেয তৈরির আগে আমরা Microsoft Access প্রোগ্রাম দিয়ে একটি ডাটাবেয বানিয়েছিলাম, যা আমাদেরকে বিপুল সময় ধরে গ্রন্থাগারের তথ্যাদির রেকর্ড সংরক্ষণে সহায়তা করেছে। এই ওয়েব ডাটাবেয তৈরির সময় RebaseData'র দেয়া একটি বিনামূল্য সেবা ব্যবহার করে আমরা পুরো অ্যাক্সেস ডাটাবেযকে MySQL-এ রূপান্তর করেছি। এই অসাধারণ, সহজ সেবা পেয়ে আমাদের কাজ অনেকটাই সহজ হয়ে গেছিলো।
এছাড়া বইয়ের ছবি তোলার জন্য আমরা গুগলের PhotoScan অ্যাপ এবং সহজতর সম্পাদনার জন্য আমরা Google Photos ব্যবহার করেছি দ্ব্যর্থহীনভাবে। বিভিন্ন বিনামূল্য ছবি আর আঁকিবুঁকির জন্য আমরা Pixabay, Freepik, এবং OpenDoodles-এর সহায়তা নিয়েছি। বিভিন্ন ব্যাকগ্রাউন্ড প্যাটার্নের জন্য আমরা Toptal-এর সেবা SubtlePatterns-এর দ্বারস্থ হয়েছি। লারাভেলে বিভিন্ন সহায়তার জন্য আমরা ArtisanWeb ব্লগের সহায়তা পেয়ে উচ্ছসিত। দৈবচয়িত রঙের জন্য David Merfield-এর RadomColor লাইব্রেরী ব্যবহার করেছি, এছাড়া রঙের কন্ট্রাস্ট বা বৈপরীত্য যাচাই করে সামনের রঙ নির্ধারণ করবার জন্য আমরা Chris Ferdinandi'র GoMakeThings ব্লগের সহায়তা নিয়েছি। এছাড়া ছোটখাটো বিভিন্ন কোড স্নিপেট, SVG রিসোর্স ইত্যাদির জন্য আমরা Wouter Beeftink (@wbeeftink), Elementor Page Builder-এর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।