অনুদান দিন
জ্ঞানসুধা গ্রন্থাগার বই-প্রেমী পাঠক, শুভানুধ্যায়ীদের অনুপ্রেরণায় এতোদূর এগিয়েছে। পাঠকরা তাঁদের বইসহ বিভিন্ন পাঠ-সরঞ্জাম সাগ্রহে, বিনামূল্যে, স্বত্ত্বত্যাগ করে দান করেছেন বলেই আমরা নিজেদের সংগ্রহের বাইরেও অনেক বই সংগ্রহ করতে পেরেছি। তবে আর্থিক অনুদান জ্ঞানসুধা গ্রন্থাগার কখনও গ্রহণ করেনি।
এই মুহূর্তে জ্ঞানসুধা গ্রন্থাগার-এর সামগ্রী রাখার স্থান সংকুলান হচ্ছে না বিধায় বিশেষ কোনো বই বা পাঠ-সামগ্রী ব্যতিরেকে অন্য অনুদান আপাতত সংগ্রহ করা বন্ধ রেখেছি।
তবু আপনি কী অনুদান করতে চাচ্ছেন তা জানাতে পারেন আমাদের ফেসবুক ইনবক্সে। বিশেষ কোনো বই বা পাঠ-সামগ্রী হলে আমরা তা সংগ্রহের আগ্রহ ব্যক্তও করতে পারি, ইনশাল্লাহ।
সর্বোপরি আপনাদের ভালোবাসাই আমাদের প্রাপ্তি।
বইকে ভালোবাসলেই মানুষ হওয়া যায়।