Skip to content

গ্রন্থাগারের সামগ্রী ব্যবহারের নিয়ম

জ্ঞানসুধা গ্রন্থাগারের সামগ্রী (বই, ম্যাগাজিন, মানচিত্র, পুস্তিকা, অডিও-ভিয্যুয়াল ইত্যাদি) ব্যবহারের জন্য গ্রন্থাগারের শুরু থেকেই কিছু নিয়ম প্রযোজ্য ছিল। সেগুলো হলো:

  1. অপরিচিত ব্যক্তির কাছে বিশেষ বিবেচনা ব্যতিরেকে গ্রন্থাগারের সামগ্রী ধার দেয়া হয় না (কারণ এতে সামগ্রী হারানোর ঝুঁকি বেশি থাকে)
  2. যেহেতু একটি পারিবারিক পরিমন্ডলে গ্রন্থাগারটি অবস্থিত, তাই বাসার সুবিধাকে বড় করে দেখে গ্রন্থাগারে বসেও বই ও গ্রন্থাগারের অন্যান্য সামগ্রী ব্যবহার করা যাবে
  3. একজন ব্যক্তি একসাথে সর্বোচ্চ দুটি বই বাইরে, ধার করে নিতে পারবেন
  4. ধার নেয়ার সময় গ্রন্থাগারে রক্ষিত খাতায় স্বাক্ষর করে বই নিতে হবে
  5. একবার ধার করলে তা সর্বোচ্চ ১ মাস (৩০ দিন) পর্যন্ত বলবৎ থাকবে। কারো যদি ১ মাসের বেশি সময় বইটির/বইদুটির প্রয়োজন হয়, তাহলে তাঁকে গ্রন্থাগারে বই/বইদুটি হাজির করে পুণঃনবায়ন (Renew) করে নিতে হবে
  6. বই ধার নিতে কোনো প্রকার ফি দিতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যে গ্রন্থাগারের সামগ্রী ব্যবহার করা যায়
  7. গ্রন্থাগার থেকে ধার নেয়া কোনো সামগ্রী ক্ষতিগ্রস্থ হলে তার দায়ভার উক্ত ব্যবহারকারীর উপর বর্তিত হবে, এবং এক্ষেত্রে ক্ষতিপূরণের আর্থিক পরিমাণ সর্বোচ্চ বইয়ের লিখিত মূল্যের দ্বিগুণ হবে (কিন্তু সেটাও আমরা কখনোই কামনা করি না, কারণ এমন অনেক সামগ্রী আছে, যার বিনিময় অর্থ হতেই পারে না) (পড়ুন: গ্রন্থাগার থেকে বই হারানোর করুণ গাঁথা)

সর্বোপরী বইপ্রেমীরাই বইয়ের যত্ন বুঝেন। নিয়ম করে চুরিও ঠেকানো যায় না, বইয়ের অযত্নও দূর করা যায় না। আপনি নিজে যেমন গ্রন্থাগার থেকে উপকৃত হবেন, অন্যকেও উপকৃত হওয়া থেকে বঞ্চিত করা হবে - এমন যেকোনো অসৌন্দর্য আমরা আমাদের পাঠকের থেকে প্রত্যাশা করি না।

আমরা জানি, নিয়ম তৈরি হয় ভাঙার জন্য। আমরা চাই না, নিয়ম দিয়ে আপনাকে বাঁধতে। আপনি শ্রেফ বইপ্রেমী হয়ে যান - এই কামনা।