Skip to content

গ্রন্থাগারের বড় সমস্যা: গ্রন্থাগার থেকে বই হারানো

বই হারানো বিষয়ে আমাদের খেয়াল ছিল প্রথম থেকেই। তাই খুব যত্ন সহকারে বিভিন্ন লাইব্রেরী ঘেঁটে তাঁদের অনুসৃত পদ্ধতি যাচাই-বাছাই করে আমরা আমাদের পদ্ধতি তৈরি করেছিলাম:

  • যে বা যিনি বই নিবেন, তিনি আমাদের পূর্বপরিচিত হতে হবে, যাতে অপরিচিত কারো মাধ্যমে বই খোয়া যাবার সম্ভাবনা কমে আসে
  • বই নেবার সময় অবশ্যই একটা রেজিস্টার খাতায় স্বাক্ষর করে কোন তারিখে নিচ্ছেন, কোন বই নিচ্ছেন, তিনি কোথায় থাকেন ইত্যাদি বিবরণ রেখে বই দেয়া
  • একজন ব্যক্তি কেবল সর্বোচ্চ ২[দুই]টি বই নিতে পারবেন, সর্বোচ্চ ১[এক] মাসের জন্য
  • ১[এক] মাসে, তাঁর পড়া শেষ না হতেই পারে, তবুও তিনি বই ফেরত দিবেন এবং পুণরায় আরো ১[এক] মাসের জন্য বই পুণঃরেজিস্টার করে নিবেন

কিন্তু তবু কেউ কেউ বই হারিয়ে ফেললেন। একটা গ্রন্থাগারের জন্য এটা মহা মসিবতের কথা!

এঁদের থেকে তখন বইয়ের লিখিত দাম তো নেয়া হয়ই, সাথে আরো কিছুটা জরিমানাও আদায় করা হয়। কিন্তু এতে অনেকে, আমরা ব্যবসা ফেঁদেছি বলে সমালোচনাও করেছেন। সবচেয়ে বড় কথা, সবকিছুতো আর টাকা দিয়ে হয় না। অনেক পুরোন একটা বই - দাম, জরিমানা সবই আদায় করলেন ঠিকই, কিন্তু সেই বই আর কিনতেই পেলেন না - বাজারেই নেই। দুঃখের তখন আর সীমা থাকে না। :(

সবচেয়ে বড় কথা, শিক্ষিত, গুণী মানুষদেরকে বই দিয়ে আমরা খুব ভালো ভালো বই হারিয়েছি কখনও। পরবর্তিতে তাঁদের সাথে যোগাযোগ করেও কোনো সদুত্তর পাওয়া যায়নি। এরচেয়ে দুঃখজনক আর কী হতে পারে!

বইকে সম্মান না দিতে পারলে বই পড়বেন না দয়া করে।